নিজস্ব প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হত্যা মামলার বাদী আ ফ ম মহিতুল ইসলামের কবর জিয়ারত করেছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। মঙ্গলবার মণিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামে নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। এই সময় তিনি মহিতুল ইসলামের পারিবারের খোঁজখবর নেন ও ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। মোস্তফা আশীষ ইসলামের সাথে আরো উপস্থিত ছিলেন আ ফ ম মহিতুল ইসলামের দুই ভাতিজা শামীমুল ইসলাম মিঠু ও হাবিবুল ইসলাম পিটুল, ঝিকরগাছা উপজেলা যুবলীগের সদস্য শাহেদুর রহমান শিপলু, প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের ছোট পুত্র মোস্তফা কৌশিক ইসলাম, যুবলীগ নেতা তহিদুল ইসলাম মেনন প্রমুখ।
মহিতুল ইসলামের জন্ম যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কাশিমপুর সরদার পাড়াতে। তিনি বঙ্গবন্ধুর রিসিপসনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তার ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকা-ের সময় ধানম-ির ওই বাড়িতেই ছিলেন তিনি। দীর্ঘদিন বঙ্গবন্ধু হত্যাকা-ের বিচারে বাধা থাকলেও ১৯৯৬ আওয়ামী লীগ ক্ষমতায় এলে সে বাধ কেটে যায়। এর পর সে বছরের ২ অক্টোবর বঙ্গবন্ধু হত্যাকা-ে মামলা করেন মহিতুল। ওই মামলার বিচার প্রক্রিয়া শেষে কয়েকজনের মৃত্যুদ- কার্যকর হয়েছে। ২০১৬ সালের ২৫ তিনি মারা যান।
