বায়জিদ হোসেন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ভারতের জলসীমায় গিয়ে ভাসতে থাকা ট্রলারটিকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।
এদেশের দ্বীপ জেলা ভোলার ২০ জন জেলে ছিলো ট্রলারটিতে। গত ১১ ডিসেম্বর ট্রলারটি বিকল হয়ে ভাসতে ভাসতে গভীর সাগরে হারিয়ে যায়। গত ২৬ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ওই ফিসিং ট্রলারসহ ২০ জেলেদের উদ্ধার করেন। সেখান থেকে বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) ৯ জানুয়ারি দুই দেশের সমঝোতার মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন জানান, কোস্টগার্ড’র জাহাজ স্বাধীন বাংলা সমুদ্র সীমার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ সরোজিনি নাইডু থেকে বাংলাদেশের ওই ট্রলারসহ ২০ জেলেকে গ্রহণ করেন। জেলেরা হলেন, নুরুল ইসলাম, তাছিন, নুরুল ইসলাম, হানিফ, সোহেল, বেল্লাল, আলাউদ্দিন আহমেদ, আবু বকর, মিরাজ, সালাউদ্দিন, সালাউদ্দিন, সবুজ, হারুন, জামাল, বসর, মোস্তাফিজ, সোলাইমান, আবু জাহের, রিপন ও দেলোয়ার।
দুপুরেই এ জেলেদেরকে তাদের মহাজন ও ট্রলার মালিক আবুল কাশেমের কাছে হস্তান্তর করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার মোসায়েদ হোসেন।