কল্যাণ ডেস্ক: চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন রফতানিতে শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং। ৬৪ মিলিয়ন ইউনিট শিপমেন্ট করেছে প্রতিষ্ঠানটি, যা প্রান্তিকপ্রতি হিসাবে ৫ শতাংশ বেশি।
কাউন্টার পয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চ জানিয়েছে এমন তথ্য।
বর্তমানে, স্মার্টফোনের বাজার হিস্যার ২২ শতাংশ সহ নেতৃস্থানীয় প্রযুক্তি ও ক্রেতাকেন্দ্রিক অনন্য সব উদ্ভাবন নিয়ে এগিয়ে যাচ্ছে এই স্মার্টফোন ব্র্যান্ডটি। স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ও গ্যালাক্সি এ সিরিজের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এ মাইলফলক অর্জন করা গেল।
চতুর্থ প্রান্তিক ও ২০২৩ সালে স্মার্টফোন ও ওয়্যারেবল ডিভাইসের বাজার আরও বিস্তৃত হবে স্যামসাংয়ের প্রত্যাশা।