বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলা সুরখালী ইউনিয়নের রায়পুর শেখ মাশকুর হাসানের পৈত্রিক সম্পত্তি জবরদখল করে বালু ভর্তি করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয় বুধবার ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটু রাতের আঁধারে জোরপূর্বক অবৈধ পাইপ লাইন সংযোগ দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে জমিতে বালু ভরাট করছেন।
বিষয়টি নিয়ে উভয় পক্ষের ভিতর উত্তেজনা বিরাজ চলছে। যে কোন সময় আইনশৃংখলার অবনতি ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর। এলাকার সচেতন মহল অভিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।