খুলনা ব্যুরো: বটিয়াঘাটা উপজেলার এক চিহ্নিত মাদক ব্যবসায়ী বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকদের ওপর হামলা করায় থানায় মামলা হয়েছে।
মামলাটি করেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস।
গত ১৫ জুন দুপুর সাড়ে বারোটার দিকে মাদক ব্যবসায়ী প্রতাপ ঘোষ ও তার সহযোগীরা সাংবাদিক কবীর আহম্মেদ খান ও মনিরুজ্জামানকে মারপিট করে। বটিয়াঘাটা প্রেসক্লাবের সকল সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলা হলেও এখন পযর্ন্ত আসামিদের আটক করতে পারেনি পুলিশ। বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শাহাজালাল বলেন, মামলা হয়েছে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।