নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বড়বাজারস্থ হাটচান্নি মসজিদ গলির মার্কেটে গত রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সেখানকার ৪টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।
হাটচান্নি মসজিদ গলির মেসার্স জসিম স্টোরের মালিক জসিম উদ্দীন জানান, তিনি তার দোকানে টেইলারিং মালামাল পাইকারি বিক্রি করে থাকেন। গত রোববার রাত ১০টার দিকে তিনিসহ আশেপাশের দোকান মালিকেরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ১টার দিকে তারা খবর পান তাদের দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে তিনিসহ আশেপাশের দোকান মালিকেরা ছুটে আসেন। এরই মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তার ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।
জসিম উদ্দীনের দাবি, অগ্নিকাণ্ডের ফলে তার দোকানের ২২ লাখ টাকা, পাশের আনিছুর রহমানের কসমেটিকের দোকানের ৩৫ লাখ টাকা, জাহিদুর রহমানের কসমেটিকের দোকানের ১৫ লাখ টাকা ও মাকছুদুর রহমানের রাজু রাতুল ফিস হুক সেন্টারের দোকানের ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সোমবার জসিম উদ্দীন কোতোয়ালি থানায় জিডি করেছেন।