নিজস্ব প্রতিবেদক
যশোর বড় বাজারে র্যাবের অভিযানে দুই লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় দু’জন ব্যবসায়ীকে হেফাজতে নেয়া হয় বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে হেফাজতে নেয়া তন্ময় ইসলাম মীমের প্রতিষ্ঠান ‘মা এন্টারপ্রাইজ’র নামের দোকানে কোন তল্লাশি করা হয়নি। ফলে ওই দোকানে থাকা অবৈধ কয়েক লাখ টাকার ভারতীয় বাজি জব্দ করা যায়নি।
বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে র্যাব যশোর ক্যাম্পের একটি টিম শহরের বড় বাজারের হাটচান্নি আলু পট্টিতে প্রবেশ করে। এসময় ওই বাজারের হাজী বকুল, হাজী বাবুল খোকন, নুর ইসলাম ও কালুর দোকানে অভিযান চালায়। এসময় ওই দোকানগুলো থেকে দুই লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। এসময় ব্যবসায়ী কালু এবং তন্ময় ইসলাম মীমকে হেফাজতে নেয় র্যাব। কিন্তু ওই সময় মীমের দোকান ‘মা এন্টারপ্রাইজে’ তল্লাশি করা হয়নি। স্থানীয়দের ভাষ্য মতে, মীমের দোকানে ঈদ উপলক্ষে আগাম কয়েক লাখ টাকার ভারতীয় অবৈধ পটকা বাজি মজুত করে রাখা হয়েছে। পাশাপাশি নুর ইসলামের দোকানের তল্লাশি করা হলেও তার গোডাউনে অভিযান চালানো হয়নি। অভিযোগ রয়েছে বছরে দু’টি ঈদ এবং পূজাসহ বিশেষ কয়েকটি দিনে যশোরসহ আশপাশের কয়েকটি জেলায় অন্তত অর্ধকোটি টাকার পটকা বাজি সরবরাহ করে থাকেন এসব দোকানিরা। কিন্তু সব সময় তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে।
তবে বড় বাজারে অভিযান, পণ্য উদ্ধার এবং দুইজন হেফাজতে নেয়ার ব্যাপারে র্যাব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তারা আজ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি দিতে পারেন বলে র্যাবের একটি সূত্র এ প্রতিবেদককে জানিয়েছে।