পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা তালা উপজেলায় ছোট ভাই অশোক সরকারের জমি দখল করার অভিযোগ উঠেছে বড় ভাই অসিত সরকারের বিরুদ্ধে। অশোক সরকার ও স্ত্রী রত্না মুখার্জীর দাবি, পিতা দু’ভাইকে ১২৮ ও ১৩৬ দাগে ৩৬ এবং ৩৭ শতক জমি ভাগ করে দেন। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে আট বছর বড় ভাইয়ের দখলে রয়েছে। আমার (ছোট ভাই) নামে জরিপ রের্কড ও মিউটেশন থাকা সত্ত্বেও স্থানীয়দের সহয়তার পৈত্রিক সম্পত্তি দখল নিতে গেলে সেখানে বাধাঁ দেন বড় ভাই। এর আগে জমি দখল করতে গেলে হত্যার হুমকি দেন বড় ভাই অসিত সরকার। শুক্রবার এ ঘটনা ঘটে। দু’ভাই উপজেলার মাগুরা ইউনিয়নের বারুই পাড়া গ্রামের মৃত কৃষ্ণপদ সরকার ছেলে।
ভুক্তভোগীর স্ত্রী রত্না মুখার্জী জানান, স্বামী অশোক সরকার কোম্পানির চাকুরী সুবাদে বাইরে থাকত। বাড়ির সম্পত্তি ভাগভাগি নিয়ে প্রায় দেবর ও জায়ের সাথে তার ঝামেলা সৃষ্টি হত। সম্প্রতি জমি মাপার কথা বলতে গেলে তারা আমাকে হত্যার হুমকি দেয়। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ করেছি। এছাড়া ভাসুর অসিতের নামে ইতিপূর্বে একটি হত্যা মামলা থাকার কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে অসিত সরকার জানান, আমার বাবা মৃত্যুর আগে জমি ভাগ করে দিয়ে যান সেই থেকেই আমরা ভোগ দখলে রয়েছে। বর্তমানে কাগজ যার জমি তার। বিষয়টি এখন এলাকার গন্যমান্য ব্যক্তিরা দেখছেন। হত্যাকান্ডের মামলার বিষয়টি এড়িয়ে বলেন, প্রতিবেশীদের সাথে জমি নিয়ে বিরোধ সূত্র ধরে তার ও বাবার নামে ১৬বছর আগে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়। মামলটি বর্তমানে আদালতে বিচারধীন রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি) মোমিনুর রহমান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। দু-পক্ষকে শান্তি শৃঙ্খলা বজার রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরেও আইনশৃঙ্খলার অবনতি হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
