নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে আয়া পদে চাকরি প্রার্থী রেশমা খাতুনকে নিয়োগদানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিদ্যালয় মাঠের সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাবনবন্ধনে উপস্থিত ছিলেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার বাবু, সিনিয়র সহসভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, সহসভাপতি মাস্টার মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক জার্জিজুল ইসলাম প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে তিনজন কর্মচারি নিয়োগের জন্য গত ৯ জুন যশোর জিলা স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু নিয়োগ পরীক্ষার আগেই স্কুলের সভাপতি আবুল কাশেম মোড়ল ও প্রধান শিক্ষক আমিরুল ইসলাম তিনটি পদের বিপরীতে ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া আরো দুইজনের কাছ থেকে নিয়েছেন ২০ লাখ টাকা। নিয়োগ পরীক্ষার সময় শীর্ষ এক জনপ্রতিনিধির পিএস এসে নিয়োগ কর্তাদের কাছে একটি চিরকুট ধরিয়ে দেন। সেই চিরকুট অনুযায়ী নিয়োগ হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে চিরকুট অনুযায়ী সহায় সম্বল বিক্রি করে ৭ লাখ টাকা দেয়া রেশমা খাতুনের নামটি বাদ পড়ে যায়। অবৈধ ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে রেশমা খাতুনের চাকরি নিশ্চিত করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। কোন সমাধান না হওয়ায় গতকাল সোমবার যশোর প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ফলে ওই নিয়োগ বাতিলের জন্য একত্রিত হয়। সোমবার এই ব্যাপারে স্কুলের সামনেই এলাকাবাসী মানববন্ধন করে। মানববন্ধনে ওই নিয়োগ বাতিল করা না হলে পরবর্তীতে আরো বেগবান আন্দোলন করার ঘোষণা দেয়া হয়েছে বলে বিষয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বাবুল আক্তার বাবু জানিয়েছেন।