ডেস্ক রিপোর্ট: বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও শিশুদিবস উদযাপন করা হয়েছে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথকভাবে দিনটি উদযাপন করে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র্যালি, আলোচন সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করা হয়। দৈনিক কল্যাণের প্রতিনিধিদের পাঠানো খবর :
দেবহাটা
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সকাল থেকে দেবহাটা উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে শুরুতে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, শিশু কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন ছবি আকা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
ঝিকরগাছা
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ইউএনও মাহবুবুল হক, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সকল বীর মুক্তিযোদ্ধা, সহকারী কমিশনার ভূমি ডা. কাজী নাজিব হাসান।
অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এর প্রধান গন ও উপস্থিত ছিলেন।
শালিখা
শালিখা (মাগুরা) প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, শালিখা থানার অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও জেসমিন আক্তার, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবক্কার মাস্টার, শালিখা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ, সাংবাদিক হাবিবুল হক প্রমুখ।
মহেশপুর
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
পিুা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। তোপধ্বনী, আনন্দ র্যালি, শিশু সমাবেশ, শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মোনাজাত ও প্রার্থনা, কেক কাটা, মিষ্টান্ন বিুরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালির জন্মদিন পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে মহেশপুর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম প্রমুখ।
কপিলমুনি
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার লতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
চৌগাছা
চৌগাছা (যশোর) প্রতিনিধি
জাতির পিুা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, জগদীশপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ।
যশোরের চৌগাছায় জাতির পিুার জন্মবার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করেছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি, কেক কাটা, জাতির পিুার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
উপজেলা ছাত্রলীগের পক্ষে বিভিন্ন গ্রুপ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে। আলাদাভাবে উপজেলা ছাত্রলীগ নেতা এমএ করিম, রুবেল হোসেন, এইচএম ফিরোজ, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কোরান খতম, আলোচনা সভা, পুরুস্কার বিুরণি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ভাষণ, কোরান তেলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিুরণ করা হয়।
বাঘারপাড়া
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাঘারপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিুরণ, সাতদিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করেছে।
কালিয়া
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ হল রুমে পরিষদের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবুা পালন, কেক কাটা কর্মসূচির উদ্বোধন করেন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম।
কেশবপুরে ইসলামিক ফাউন্ডেশন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশন কেশবপুরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের কার্যালয়ে ফিল্ড সুপারভাইজার আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ ও পৌর আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান।
ঝিনাইদহ
ঝিনাইদহ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পুাকা উত্তোলন করা হয়। সেখান থেকে একটি র্যালি বের করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। সেসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সহ-সভাপতি শফিকুল ইসলাম অপুসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উজির আলী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে বঙ্গবন্ধু জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুল হাই এমপি। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন।
নাভারণ প্রতিবন্ধি স্কুল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কেটে পালন করলেন নাভারণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা।
উপজেলার নাভারন ইউনিয়ন পরিষদ ভবনের পাশে প্রতিবন্ধী স্কুল কর্তৃপক্ষ কেক কেটে ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খিচুড়ি বিতরণ করে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাভারন প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কার বাক্কা, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, স্কুলের প্রধান শিক্ষিকা বন্যা রানী মন্ডল, সহকারী প্রধান শিক্ষক সজীব হোসেন, শিক্ষক রাফিকুল ইসলাম, রীতা খাতুন, তাহমিনা খাতুন ও আছমা খাতুন, অফিস সহকারী শিরিনা খাতুন, থেরাপি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস রোজি, সুপালি খাতুন ও হাসিনা খাতুনসহ দাতা সদস্যরা।
কালীগঞ্জ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেট কাটা ও পুরস্কার বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব, কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ মতলেবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন।
বেনাপোল
বেনাপোল (যশোর) প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শার্শা উপজেলার বেনাপোল রেল স্টেশন রোডে মুক্তিযোদ্ধা কমপ্লে¬েক্সর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শার্শা উপজেলা ও বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমান্ডার মাস্টার মোহাম্মদ আলী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম হাওলাদার, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাহাদুরপুর ইউপি কমান্ডার দ্বীন মোহাম্মদ প্রমুখ।
শ্যামনগর
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, মুক্তিযোদ্ধা আলী আশরাফ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, সাবেক ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম।
এছাড়া আওয়ামী মৎস্যজীবীলীগ শ্যামনগর উপজেলা শাখার পক্ষ হতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করা হয়। আলোচনা সভায় সভাপতি মহিত কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মেহেদী হাসান মারুফ, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক এসকে সিরাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, ডাক্তার সোলাইমান হোসেন, অর্পিত কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা আলী আশরাফ প্রমুখ।
নড়াইল
নড়াইল প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যেছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, বিশেষ মোনাজাত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেককাটা ও আলোচনা সভা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা।