নিজস্ব প্রতিবেদক
যশোর নগর বিএনপির ৬ নাম্বার ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। গতকাল বুধবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
এ সময় তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনরা মানুষের ধর্ম পালনের স্বাধীনতা কেড়ে নিয়েছে। যেখানে সরকার তার গুন্ডা বাহিনী দিয়ে ইফতার মাহফিলের মত ধর্মীয় কর্মসূচিতে হামলা করছে। আমরা যে গণতন্ত্রহীন রাষ্ট্রে বসবাস করছি, যেখানে আমাদের বাক স্বাধীনতা থেকে শুরু করে সকল মৌলিক অধিকার হরণ করা হয়েছে তারই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ হচ্ছে এটি।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমরা সকল অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছি। লড়াইয়ের ময়দানে থেকে এই অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠা না হওয়া লড়াই অব্যাহত থাকবে।
ইফতার পূর্বে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামে রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, জেলা মহিলা সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা সাবিহা সুলতানা প্রমুখ।