নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক দফতর সম্পাদক ও যশোর জেলা বিএনপির অন্যতম নেতা মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের তল্পিবাহক। এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।
১৬ মার্চ বুধবার দুপুরে শহরের ষষ্ঠীতলায় ব্যক্তিগত কার্যালয়ে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা তার সাথে সৌজন্য স্বাক্ষত করতে এলে বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারবে না। তাই সরকার পতনের মধ্যে দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এজন্য শার্শার সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ করতে হবে। দলকে সুসংগঠিত করতে হবে। এজন্য দলের আগামী দিনের কান্ডারি তারেক রহমানের নির্দেশে তৃণমূলের মতামতের ভিত্তিকে নেতা নির্বাচন করা হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ জুলুমবাজ, নির্যাতনকারী ও সৈ¦রশাসক সরকার। পৃথিবীতে কোন স্বৈরশাসক চিরকাল টিকে থাকেনি। নির্যাতনকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষ বন্দুকের নলের মুখে আন্দোলন করেছে। পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছে। সেই ধরনের আন্দোলন করতে নেতাকর্মীদের মন স্থির করতে আহবান জানান।