নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকারের জনগণের প্রতি ন্যুনতম আস্থা নেই। তাদের আস্থা বিদেশি প্রভুদের ওপর। যে কারণে তারা অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে দেশের স্বার্থ বিদেশি প্রভুদের দিয়ে আসে। বিদেশিদের কাছ থেকে দেশ ও জনগণের জন্য কিছু আনতে পারে না। তাই আওয়ামী নামক লুটপাট, ভোট ডাকাতির সরকারের কাছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার, বাক স্বাধীনতা কোন কিছুই নিরাপদ নয়। জনগণের প্রত্যাশা এই সরকারের হাত থেকে বিএনপি দেশ ও জনগণকে রক্ষা করবে। যতক্ষণ না পর্যন্ত বিএনপি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারবে, ততক্ষণ দলের কোন নেতাকর্মী রাজপথ ছেড়ে যাবে না।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বুধবার শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় নেতৃবৃন্দ একথা বলেন।
ইফতার মাহফিলে দলের অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্র্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, দেশের জনগণ আজ শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। বিগত এক যুগের অধিক সময় ধরে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি জনগণের শাসন ক্ষমতা জবর দখল করে রেখেছে। তারা উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় বানিয়েছে। তারা বহির্বিশ্বে বাংলাদেশ নামক দেশটিকে দুর্নীতিবাজ ও ভোট ডাকাতির দেশ হিসেবে পরিচিতি দিয়েছে।
আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য নজরুল ইসলাম, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম প্রমুখ।
ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাশ অপু, সদস্য সাবিরা নাজমুল মুন্নি, আবুল হোসেন আজাদ, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান কবির কিশোর, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. জাফর সাদিক, অ্যাড. মো. ইসহক, মোহম্মদ মুছা, আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ, একে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, ডক্টর অ্যাসোসিয়েশন যশোর জেলা কমিটির সাবেক সভাপতি আবু হাসান লাল্টু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, এমএম গফুর, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, সিনিয়র সাংবাদিক রুকুনউদ্দৌলাহ প্রমুখ।
১ Comment
Pingback: মণিরামপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন