নিজস্ব প্রতিবেদক
বাংলার আবহমানকালের প্রাণ-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, বাংলা বছরের দ্বিতীয় ঋতু বর্ষাকে মহাসমারোহে বরণ করে নিয়েছে সুর নিকেতন যশোরের শিল্পীরা। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
সুর নিকেতনের সভাপতি মোক্তার আলী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু, যশোর মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী।
বক্তারা বলেন, বর্ষা আমাদের জীবনের সাথে, আমাদের পেশার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি বর্ষা না থাকে তাহলে ফসল হবে না, আমাদের মৎস্য সম্পদ হারিয়ে যাবে। যদি বর্ষা না থাকে আমাদের জীবনে পরিবেশের যে প্রশান্তি তাতে বিপর্যয় নামবে। আর বর্ষা রক্ষায় প্রকৃতিকে রক্ষা করতে হবে।
আলোচনা শেষে সুর নিকেতনের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
