বিনোদন ডেস্ক
ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের সঙ্গে প্রেম করার কারণে এক সময় আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিউবান মডেল ও নৃত্যশিল্পী নাতালিয়া বারুলিস। নেইমারের সঙ্গে এখন তার আর প্রেম নেই। বর্তমান তিনি ভারতে অবস্থান করছেন। সাম্প্রতিক বম্বে টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপাতত তার সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করা।
নাতালিয়া বারুলিস প্রথমবারের মতো ভারতে এসেছেন। তিনি জানান, এখন হিন্দি ভাষা রপ্ত করছেন, নিচ্ছেন কত্থক নাচের প্রশিক্ষণও। এছাড়া অভিনয়ের প্রশিক্ষণ চলছে সমানতালে।
বম্বে টাইমসে নাতালিয়া বলেন, আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি ভালো লাগে। এ দেশের মানুষ, বলিউড সবকিছু। হতে পারে আমি এখানেও কোনো কাজে যুক্ত হব। মনে হয় না বলিউডে এখনো কোনো লাতিন অভিনেত্রী আছেন। বলিউডের এ ধরনের কাউকে দরকার। হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। বলেন, একটু কষ্ট হলেও কত্থক নাচের ক্লাস উপভোগ করছেন তিনি।
নাচ, মডেলিং ছাড়াও নাতালিয়া ডিজেও। ভারতে আসার আগে থেকেই বলিউড সিনেমা দেখেছেন তিনি। সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও। আশা করি, কখনো তার সঙ্গে দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকে পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই আমার বেশি পছন্দ।
আরও পড়ুুন: সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে যুক্ত হলো নতুন তারকার নাম