বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় স্টার কিডস সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর। বলিউডে পা রাখার আগেই আলোচনায় চলে এসেছেন তিনি। গুঞ্জন চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী।
এমনিতেই সবসময় তাকে পার্টি করতে দেখা যায় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ও শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে, মুম্বাইয়ের করন কোঠারি নামের এক কলেজ সহপাঠীকেই নাকি মন দিয়েছেন তিনি!
শানায়া কাপুর এ বিষয়ে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করতে নারাজ। তবে বন্ধুদের সঙ্গে করনকে পরিচয় করিয়ে দিয়েছেন শানায়া। করন-শানায়াকে মাঝে মাঝে একসঙ্গে দেখা যায়।
সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুর চলতি বছরে বলিউডে পা রাখবেন। গত বছর শানায়া জানান, পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। গত জুলাই মাসে ‘দেধাদক’ শিরোনামের এ সিনেমার শুটিং শুরু করেন শানায়া।
উল্লেখ্য, শানায়া কাপুর সামাজিক মাধ্যমে এরমইধ্যে পরিচিত মুখ। তার ফলোয়ারের সংখ্যাও অনেক। ইনস্টাগ্রামে তার নিয়মিত ছবি দেখে মুগ্ধ নেটিজনরা। পোস্ট করার মুহূর্তের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয় নেটদুনিয়ায়।
আরও পড়ুন: ওজন কমিয়ে যা বললেন দীঘি
১ Comment
Pingback: রাশমিকার চেয়েও চড়া পারিশ্রমিক চাইছেন জাহ্নবী - দৈনিক কল্যাণ