বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি
যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেলে ইউনিয়ন দলীয় কার্যালয় চত্বরে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে আয়োজিত সভায় ইউনিয়ন কমিটি ও ৯ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে মতামত গ্রহণ এবং বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সভা সম্পন্ন হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রনজিত কুমার রায়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান (রাসেল), পুলিশের সাবেক আরআই লূৎফর রহমান খান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন প্রমুখ। এছাড়া বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগ নেতা শেখ ফারুক হোসেন, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা হাসিবুল ইসলাম ইমন, সাকিব খান, সাহাদ সরদারসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
