প্রেমবাগ (যশোর) প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় শুক্রবার রাতে মোটরসাইকেল, ইজিবাইক ও মোটরচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইক আরোহী নাজমুল মোল্লা নিহত হয়েছেন। এঘ টনায় দুই মটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত ইজিবাইক আরোহী নাজমুল মোল্লা (৩৮) অভয়নগরের শংকরপাশা গ্রামের মৃত নাসির মোল্লার ছেলে। তিনি বসুন্দিয়া খানপাড়ায় মামা বাড়িতে বসবাস করতেন। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, বসুন্দিয়া জঙ্গলবাধাল গ্রামের হাদিউজ্জামানের ছেলে, আরাফাত হোসেন এবং বসুন্দিয়া মোড়ের মতিউর রহমানের ছেলে বিশাল।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যার পর বসুন্দিয়া মোড় টু বসুন্দিয়া বাজারে যেতে বালিরগর্ত নামক স্থানে ইজিবাইক-ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।