নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের প্রেসক্লাব বসুন্দিয়ার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বসুন্দিয়ার সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।
প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়ার প্রধান উপদেষ্টা ও দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার লাবুয়াল হক রিপন। এসময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক এজিএম এম এ করিম, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম মিন্টু, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. কামরুজ্জামান, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, সাদুল্যাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুল আলম, জঙ্গলবাধাল মডেল স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কৃপানন্দ ঘোষ, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, সদস্য হুমাযুন কবির ও মুরাদ হোসেন প্রমুখ ।
