প্রেমবাগ (যশোর) প্রতিনিধি: যশোর সদরের বসুন্দিয়া মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত পুরাতন সোনালী ব্যাংক ভবনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষের কল্যাণে কাজের ধারাবহিকতায় এলাকার মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপি এ কর্মসূচি সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মনিরুজ্জামান শাকিলের নেতৃত্বে এদিন রোগী দেখেন গাইনি বিশেষজ্ঞ ডা. সামিহা তাহসিন। প্রায় ৫০জন নারী রোগীকে বিনামূল্যে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। আলমগীর হোসেনের তত্ত্বাবধানে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া মোড় কাচা বাজার জামে মসজিদের সভাপতি শেখ ফারুক হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ আলী ফারাজী, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সবুজ, সদস্য তৌহিদ মীর, আব্দুল্লাহ আল মামুন, টিপু আহমেদ, ফারুক হোসেন, প্রমুখ।
প্রধান অতিথি ছিলেন সিঙ্গিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বানিয়ারগাতী মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার হারুনার রশীদ, সিঙ্গিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার নন্দী, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, ডা. আলী আকবর।
সহযোগিতায় ছিলেন ‘হিলফুল ফুজুল শান্তি সংঘ’র সহ-সভাপতি ইমরান নাজির ইমন, বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক জহীর রায়হান, সহ-সাংগাঠনিক সম্পাদক, আবু জর রহমান, কোষাধ্যক্ষ সাবের উদ্দীন, দপ্তর সম্পাদক তানভীর রায়হান, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আরও পড়ুন: সাড়ে ৮৩ হাজার টাকায় বিশ্বকাপ ফাইনালের টিকিট