নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঁচতে শেখার আয়োজনে দুই দিনব্যাপী মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাঁচতে শেখার আরবপুরস্থ কার্যালয়ে ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলাপ্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলাপ্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন ও তার টিম মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্পে সহযোগিতা করছেন।
জেলাপ্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বলেন, প্রতিবন্ধীতার ধরণ সঠিকভাবে চিহ্নিত করা হলে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও ফলপ্রসূ হয়। অনেক ক্ষেত্রে অভিভাবকদের অজ্ঞতার কারণে শিশুরা যথাসময়ে সঠিক চিকিৎসা পায় না। তাই প্রাথমিক পর্যায় থেকেই অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।
কার্যক্রম নিয়ে প্রকল্পের ফোকাল পারসন পলাশ হিউবার্ট গমেজ বলেন, লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় এবং সেন্টার ফর ডিজএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত “শারীরিকভাবে অক্ষম ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসন” শীর্ষক প্রকল্পে কাজ করছে বাঁচতে শেখা। এ প্রকল্পটি গত ১ মার্চ ২০২৫ থেকে যশোর পৌরসভা এবং সদর উপজেলার আরবপুর ও নওয়াপাড়া ইউনিয়নে বাস্তবায়ন করা হচ্ছে। তারই অংশ হিসেবে এ ক্যাম্প আয়োজন করা হয়েছে। আজ প্রথম দিন প্রকল্পভুক্ত রেজিস্ট্রেশনকৃত ৫০ শিশু ও যুবা সেবা গ্রহণ করবে। ক্যাম্পে প্রতিবন্ধিতা মূল্যায়ন, পুনর্বাসন পরিকল্পনা, রেফারেল, চিকিৎসা পরামর্শ এবং পরবর্তী চিকিৎসা পরিকল্পনা প্রদান করা হচ্ছে।