ক্রীড়া ডেস্ক
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না নুরুল হাসান সোহান। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে বাংলাদেশ দলে না ফেরানোয় সবশেষ কয়েকমাস বারংবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্বাচক প্যানেলকে। ঘরোয়ার পারফরম্যান্সে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে জায়গায় পেয়ে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন সোহান। নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।
চলতি মাসের শেষের দিকে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে খেলতে হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের সেই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে সোহান, সাইফ হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির গত আসরে খুলনা বিভাগের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সোহান। মারকুটে ব্যাটিংয়ে রান পেয়েছিলেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। চলতি বছরের মার্চে হওয়া টুর্নামেন্টে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ হাফ সেঞ্চুরিতে ৫১২ রান করেছিলেন সোহান। ডিপিএলের আগের মৌসুমেও ৪৯৫ রান করেছিলেন।
এ ছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন দুইটি। শ্রীলঙ্কা সফরের আগে প্রস্তুতি ম্যাচেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছিলেন। চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। এমন ধারাবাহিক পারফরম্যান্সের জেরেই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। অর্থাৎ প্রায় বছর তিনেক পর ফেরা হলো সোহানের।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড— লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ)— সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ