কল্যাণ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে নতুন পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। নিউ জিল্যান্ড সফর শেষে ওটিস গিবসন চুক্তির মেয়াদ না বাড়ানোয় এতদিন কোনো পেস বোলিং কোচ ছিল না তাসকিন-মুস্তাফিজুরদের জন্য।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে কাজ শুরু হবে ডোনাল্ডের। ‘ডোলান্ডকে আমরা নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।’
দক্ষিণ আফ্রিকা নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ১৯৯২ সালে টেস্ট অভিষেক হয় ডোনাল্ডের। এই সংস্করণের বোলারদের র্যাঙ্কিংয়ে ১৯৯৮ সালে উঠেছিলেন শীর্ষে। গতির জন্য ভালোবেসে তাকে ডাকা হতো ‘সাদা বিদ্যুৎ’ নামে। ক্রিকেট ছাড়ার পর যোগ দেন ধারাভাষ্যে। ২০০৭ সালে কিছু দিন কাজ করেন ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে। এর থেকে আরও অনেক দলের সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে তার।
কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ারের সঙ্গে কাজ করার পর ২০১০ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেট দল মাউন্টেনিয়ার্সের কোচ হন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে ছিলেন নিউ জিল্যান্ডের বোলিং কোচ। সেই বছরই স্বদেশের বোলিং কোচ হন ডোনাল্ড। গ্যারি কার্স্টেন সরে যাওয়ার পর রাসেল ডমিঙ্গো কোচ হলেও নিজের দায়িত্বেই থেকে যান তিনি। এবার বাংলাদেশের ক্রিকেটে আবার ডমিঙ্গোর সঙ্গে কাজ করার সুযোগ তার সামনে।