ঢাকা অফিস:
পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার শনিবার (২৩ আগস্ট) রাতে গুলশানে পাকিস্তান হাউজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান। অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ইসহাক দার বলেন, পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক শতাব্দী প্রাচীন ঐতিহ্য, ইসলামী সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং সাহিত্যিক অভিব্যক্তির ভিত্তিতে গড়ে উঠেছে।
উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুদ্ধিজীবী ও থিঙ্ক ট্যাঙ্কের সদস্য, ক্রীড়াবিদ, শিল্পী, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের অতিথিরা।
এ সময় বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করেন এবং দুই দেশের সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্কের সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা করেন।