ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার শেষ ধাপও সম্পন্ন হয়ে গেছে সামিত সোমের। মঙ্গলবার বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন কানাডা প্রবাসী এই মিডফিল্ডার।
গতকাল সোমবার ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে সামিত সোমের বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র চেয়ে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একদিন পরই ফিফা থেকে অনুমিত পেয়ে গেছে বাফুফে।
ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফিফা থেকে সামিতের খেলার বিষয়ে মেইল পেয়েছেন তারা। এখন আর বাংলাদেশের হয়ে খেলতে সামিতের কোন বাধা নেই।
এর আগে ফিফার কাছে আবেদনের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ফাহাদ জানান, সামিতের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ জমা দিয়ে ফিফা পোর্টালে আবেদন করা হয়েছে। বাকি বিষয় নির্ভর করছে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ওপর।

 
									 
					