আন্তর্জাতিক ডেস্ক
ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব কমিটির সদস্য মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং শোক প্রকাশ করেছেন।
সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক বার্তা জানান তিনি। গ্রেস মেং বলেন, ঢাকায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যারা এ দুর্ঘটনার শিকার হয়েছেন, যেসব অভিভাবক তাদের সন্তান হারিয়েছেন এবং শিক্ষার্থীরা তাদের তরুণ বন্ধু ও সহপাঠীদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি। সন্তানের মা হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি কী কঠিন হৃদয়বিদারক যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেন তিনি।
কংগ্রেসওম্যান গ্রেস মেং আরও বলেন, এ ভয়াবহ ক্ষতিতে আমি বাংলাদেশি কমিউনিটির পাশে আছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি দুর্ঘটনার স্থানে উপস্থিত সাহসী উদ্ধারকর্মীদের।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ চলার সময় উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয় এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। এ ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।