কপিলমুনি প্রতিনিধি: বাংলাদেশ আর তলা বিহীন ঝুঁড়ি নয়। এখন উন্নয়নশীল দেশ, শিক্ষিত জাতি, দেশের টাকায় পদ্মা সেতু নির্মিত হয়েছে, স্কুল-কলেজে ব্যাপক উন্নয়ন হয়েছে, ভূমি ও গৃহহীনরা জমি ও ঘর পেয়েছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ছাত্র- ছাত্রীদের বই, উপবৃত্তি, রাস্তাঘাট-ব্রিজ-কালভার্ট, টেকসই ভেড়ী বাঁধ হচ্ছে, পাইকগাছা- কয়রায় শতভাগ প্রতিবন্ধি ভাতা, অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা সব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার উদার মানসিকতার কারণে।
হরিঢালী ইউনিয়নে ইউআরএসএইচ হাই স্কুলের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সংসদ সংসদ আক্তারুজ্জামান বাবু এ কথা বলেন। পরিচালনা পরিষদের সভাপতি ও সহকারী অধ্যাপক সরদার হারুনুর রশিদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ও আ.লীগের নেতা ময়নুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুন্সি মিজানুর রহমান মুন্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, রাড়ুলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কবির আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব গাজী মিজানুর রহমান, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, লতা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টু, আজিজুল ইসলাম, প্রভাষক বাবলুর রহমান, যুবলীগের নেতা এস,এম আকরামুল ইসলাম, আলামিন মোড়ল, কপিলমুনি কলেজ ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন বাবু, কপিলমুনি ইউনিয়ন ছাত্রণীগ সভাপতি মোঃ ইমরান হোসেন মোল্লা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ।