ক্রীড়া ডেস্ক
প্রায় সাড়ে ৬ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। কাল শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আজ থেকে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট। এই টিকিটে বাংলাদেশের পতাকা ঠিক থাকলেও ইংল্যান্ডের জায়গায় গ্রেট ব্রিটেনের পতাকা ছাপিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এমন ভুল নিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি এই মাত্রই জানতে পেরেছি এটা। কেন দিয়েছে, কারা দিয়েছে এই পতাকা খোঁজ নিয়ে দেখছি।
ম্যাচের টিকিটে বাংলাদেশের পতাকার পাশাপাশি ইংল্যান্ডের যে পতাকা ছাপানো হয়েছে, সেটি মূলত যুক্তরাজ্যের। যা ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড নিয়ে গঠিত।
ইংল্যান্ড সাদা রঙের উপর লাল ক্রস চিহ্ন সম্বলিত পতাকা ব্যবহার করে থাকে। ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির ওয়েবসাইটেও ইংল্যান্ডের মূল ছবি ব্যবহার করা হয়েছে। অথচ বিসিবির টিকিটে গোটা যুক্তরাজ্যর পতাকা দিয়ে ছাপানো হয়েছে।
বিসিবির এমন ভুল এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টিকিটে ভুল করেছিল। সেই টিকিটে ইংরেজি লেখা সব বানান ঠিক থাকলেও বাংলাদেশ বানানে ‘বি’-এর পর ‘এন’-এর পরিবর্তে ‘এম’ লেখা হয়েছিল এবং একই টিকিটে খেলার সময়ের জায়গায় ‘এএম’ না লিখে ‘পিএম’ লেখা হয়েছিল।ৎ
আরও পড়ুন: মেসি-নেইমারদের সতীর্থের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
১ Comment
Pingback: পদক নিয়ে আর ঘরে ফেরা হলো না মাশরাফির