নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কা সফরের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। আসন্ন এই সফরে লঙ্কানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
টি-২০ বিশ^কাপের পর দলে ফিরেছেন যশোরের বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। সর্বশেষ দক্ষিন আফ্রিকা টি-২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছিলেন মেঘলা। এছাড়া প্রথম বারের মতো বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন যশোরের আর এক ক্রিকেটার অফ স্পিনার সুলতানা খাতুন। দুজনের ক্রিকেটে হাতে খড়ি যশোরে ক্লেমন আছিয়া ক্রিকেট ইন্সটিটিউটে।
দুজনই প্রথম বারের মতো অনুষ্ঠিত নারী বিসিএলে দারুণ পারফরম্যান্স করেন। মেঘলা তিন ইনিংসে ১৪.৪৩ গড়ে ও ২.৬৮ ইকোনমিতে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন। সুলতানা এক উইকেট পেলেও ব্যাট হাতে ছন্দে ছিলেন। তিন ইনিংসে ৮৯ রান করেন। এর মধ্যে দুই ইনিংসে সুলতানাকে প্রতিপক্ষের বোলাররা আউট করতে পারেনি।
২০১৯ সালের পাকিস্তান সফরে প্রথমবারের মতো বাংলাদেশ দলে সুযোগ পায় মেঘলা। ওই সফরে (৩০ অক্টোবর ২০১৯) আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে অভিষেক হয়। তবে শুরুটা ভাল ছিল না বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক এই ক্রিকেটারের। ওই ম্যাচে ২ ওভার বল করে ২৫ রান দেন। এখন মেঘলা ১৫টি টি-২০ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন।
অপর দিকে ২০১৮ নারী টি-২০ বিশ^কাপ দলে স্ট্যান্ডবাই দলে ছিলেন সুলতানা। তবে এরপর জাতীয় দলের রাডারের বাইরে চলে যান। শ্রীলংঙ্কা সফরের দলে সুযোগ পেলেন অফ স্পিন বোলিং অলরাউন্ডার সুলতানা খাতুন। ২০১৭ সালে রবি স্পিনার হান্টের নারী বিভাগে সেরা স্পিনার নির্বাচিত হয় সুলতানা।
এদিকে বিসিবি’র বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে আগামী ২৫ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে পৌঁছে ২৭ এপ্রিল এসএলসি বোর্ড প্রেসিডেন্টস একাদশের সঙ্গে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে খেলতে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২ ও ৪ মে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে কলম্বোর পি. সারা ওভালে। ওয়ানডের পর টি-টোয়ৈন্টি সিরিজ খেলতে নামবে এই দুই দল।
তার আগে ৭ মে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে এসএলসি বোর্ড প্রেসিডেন্টস একাদশের সঙ্গে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ৯ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৩ মে।
ম্যাচগুলো হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজের সবগুলো ম্যাচ হবে দিনে। আর তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে দুপুর একটায়। আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশের মেয়েরা।
সবশেষ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হওয়া সিরিজে হেরেছে জ্যোতিরা। যদিও তিন ম্যাচের মাঝে দুটিই ভেস্তে গেছে বৃষ্টিতে। বর্তমানে পয়েন্ট টেবিলের নয়ে বাংলাদেশ।
বাংলাদেশ দল-
নিগার সুলতানা জ্যৌতি, ফারজানা হক পিঙ্কি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দীশা বিশ্বাস, রাবেয়া খাতুন ও সুলতানা খাতুন।