নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জেলার ১৪২ জন ডিলারের মধ্যে সভায় ১০০জন উপস্থিত ছিলেন। জেলা কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত ডিলারদের মধ্যে প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সবার সম্মতিক্রমে এনামুল হক বাবুলকে প্রধান উপদেষ্টা করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত করা হয় শাহাজালালকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহিদ হাসান টুকুন।
এছাড়া কমিটিতে পাঁচজন উপদেষ্টা রাখা হয়। যশোর জেলার সার সংক্রান্ত নানা বিষয় নিয়ে সাধারণ সভায় বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ডিলারদের বিভিন্ন সমস্যাও আলোচনায় উঠে আসে। নেতৃবৃন্দের আন্তরিকতায় সেসব সমস্যা সমাধান করা হয়।