নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর নিজ নির্বাচনী এলাকার দুই লাখের বেশি ভোটারকে মোবাইল ফোনে ভয়েস কল পাঠিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। গতকাল দেশের সাধারণ জনগণদের মোবাইলে ভয়েস কলের মাধ্যমে বঙ্গাব্দ ১৪৩০ আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১৪ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানান মোস্তফা আশীষ ইসলাম।
বার্তায় মোস্তফা আশীষ ইসলাম জানান, বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে আজ সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার দুই লাখ ৫ হাজার ৯০টি ভয়েস কল প্রেরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরাও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে প্রধানমন্ত্রী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমার চৌগাছা ও ঝিকরগাছাবাসীকে সবসময়ই ডিজিটাল প্লাটফর্মে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জানান দিচ্ছি।
ভয়েস কলে বলা হয়, “বাঙলা নববর্ষের ক্ষণ পহেলা বৈশাখ।সর্বজনীন উৎসবের এই দিনে রমনার বটমূল থেকে যশোর টাউন হল মাঠ হয়ে সারাদেশে মুখরিত থাকে বর্ণিল শোভাযাত্রা আর নানা আয়োজনে।মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা,আগ্নিস্লানে সুচি হোক ধরা।বৈশাখের এই আগমনী গানের মতোই নতুন বছর সবার জন্য হয়ে উঠুক সমৃদ্ধময়।বঙ্গবন্ধুর স্বপ্নের আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে শুরু হোক বাংলা নতুন বছর।শুভ নববর্ষ বাংলা ১৪৩০”।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীব হোক।