নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ উপলক্ষে যশোর সাহিত্য পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষের দ্বিতীয় দিন সন্ধ্যায় (মঙ্গলবার) যশোর সাহিত্য পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল এতে সভাপতিত্ব করেন। সামান্য সময়ের নোটিশে অনানুষ্ঠানিক এই অনুষ্ঠানে বিভাগ এবং জেলার শীর্ষ সরকারি কর্মকর্তাদের উপস্থিতি সাহিত্য পরিষদের নিবেদিত প্রাণ কর্মী কবি সাহিত্যিকের অংশ গ্রহণ প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় অতিথিবৃন্দ সাহিত্য পরিষদে সাহিত্য চর্চায় সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজেদ নওয়াজ সাহিত্য পরিষদের সৃষ্টিসহ সার্বিক বিষয়ে উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পিপি আসাদুল হক, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, কবি নান্নু মাহবুব, ছড়াকার রিমন খান, শিশু সাহিত্য মিলন রহমান, পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, স্বপ্না দাস, মোক্তার আলী, বিদ্যুত দে, শামীমা ইয়াসমিন শম্পাসহ পরিষদের বিপুলসংখ্যক সদস্য ও কর্মকর্তারা।