নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটিতে যশোর থেকে ৫জন স্থান পেয়েছেন। শনিবার ঢাকায় সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন যশোর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা কৃষক দলের সভাপতি মকবুল হোসেন। যুগ্ম মহাসচিব হয়েছেন এমএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম মহাসচিব শিক্ষক ইবাদত খান।
সহকারী মহাসচিব হয়েছেন শিক্ষক আমিনুর রহমান মধু। তিনি যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) হয়েছেন অধ্যাপক আসাদুজ্জামান শাহীন। তিনি যশোর কোতোয়ালি ছাত্রদলের সাবেক সভাপতি। শিক্ষক আমিনুর রহমান পিন্টু হয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি যশোর সিটি কলেজ ছাত্রদলের সাবেক নেতা।