নিজস্ব প্রতিবেদক
যশোর সদরের ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে পূজা মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলোক কুমার ঘোষ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু, বিএনপি নেতা নির্মল বিট, এ্যাডভোকেট সুদীপ্ত দাস, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল ও কামরুজ্জামান বিদ্যুৎ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সব্দুল হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ ইছালী ইউনিয়নের সুড়া গ্রামের পূজা মন্দির পরিদর্শন করেন। সেখানে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।