মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের স্বাক্ষর জাল করে মোড়েলগঞ্জ সদ্য পৌর শাখার কমিটির নাম বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
মঙ্গলবার বেলা ১১টায় মোড়েলগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৮ নভেম্বর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রকাশিত সংবাদে পৌর শাখার কমিটিতে সভাপতি পদে মিজানুর রহমান ইমরাজ ও সাধারণ সম্পাদক পদে শফিক কাজী জেলা নেতৃবৃন্দের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির বরাতে আহবায়ক হিসেবে তার নাম ব্যবহার করা হয়েছে যা তিনি অবগত নন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের প্যাডে তার সিল ও স্বাক্ষর জাল করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ সংবাদ সম্মেলন থেকে তিনি আরো বলেন, মোড়েলগঞ্জ পৌর শাখার বর্তমান আহবায়ক কমিটি বলবত থাকবে। পরবর্তী কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহিদ হোসেন, সদর উপজেলা সভাপতি মো. মনি, কচুয়া উপজেলা সভাপতি মো. সুমন, মোড়েলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নের্তৃবৃন্দ।