বায়জিদ হোসেন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
খুলনা-মোংলা মহাসড়কে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। প্রথম দিনেই ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রায় ৩ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে খুলনা মোংলা মহাসড়কের মোংলার দিগরাজ এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব এবং এষ্টেট ও আইন কর্মকর্তা এবং অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দিতা রায় এর নের্তৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, সারাদেশে অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে ও খুলনা মোংলা মহাসড়ক ৬ লেনে উন্নত করার লক্ষ্যে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করেছেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-সচিব এবং এস্টেট ও আইন কর্মকর্তা এবং অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায় এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, সারাদেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে এবং খুলনা-মোংলা মহাসড়ক ৬ লেনে উন্নত করার জন্য দিগরাজ হতে কাটাখালী পর্যন্ত আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি। বাকি সড়কগুলি পর্যায়ক্রমে করা হবে।