বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিভিন্ন সময় হারানো ও চুরি হওয়া ৫০টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
বুধবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত ফোনের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।
এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান, ডিআই-১ পুলিশ পরিদর্শক বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক নিশি কান্তসহ ফোনের মালিকরা উপস্থিত ছিলেন।
হারিয়ে ও চুরি যাওয়া ফোনের জন্য করা সাধারণ ডায়েরি সূত্রে এসব মুঠোফোন উদ্ধার করা হয়। দীর্ঘদিন পরে হলেও হারানো ফোন পেয়ে খুশি মালিকরা। জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ফোন ফিরে পাওয়া নাগরিকরা।
ফোন ফিরে পাওয়া আমেনা বেগম বলে- জিডি করা থেকে শুরু করে, ফোন উদ্ধারের পরে আমার হাতে হস্তান্তর পর্যন্ত কোনো প্রকার হয়রানি বা টাকা-পয়সা খরচ হয়নি আমার। কাউকে দিয়ে সুপারিশও করা লাগেনি। আমার ফোনটি উদ্ধার করে দেওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ফোনের জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে ৫০টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এসব ফোন প্রকৃত মালিকদের ফিরে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কাল থেকে সাগর-সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ