বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে মাছের ঘের পাহারার ঘর থেকে সালাম হাওলাদার (৫৭) নামের এক মাছচাষির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার রাকালগাছি ইউনিয়নের সুনগর এলাকা থেকে ওই চাষির মরদেহ উদ্ধার করা হয়। বাগেরহাট সদরের চুলকাঠি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সালাম হাওলাদার ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের মৃত ছায়েদ আলী হাওলাদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে বাগেরহাট সদরের চুলকাঠি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ জানান, সালাম হাওলাদার সুনগর এলাকার আবেদ হাওলাদারের জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার রাতে খাওয়া শেষে ঘের পাহারার ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ি না আসায় স্বজনরা ঘেরে যান। দরজা ভেঙে খাটের নিচ থেকে সালাম হাওলাদারের মরদেহ দেখতে পান তাঁরা।
পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র ঘোষ বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।