কল্যাণ ডেস্ক
বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন স্থানীয় সাংবাদিক হায়াত উদ্দিন (৪২)। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হায়াত উদ্দিন হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিক নিহতের খবর আমরা পেয়েছি। ইতোমধ্যে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যক্তিগত শত্রুতা কিংবা রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এখনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
হায়াত উদ্দিনের মৃত্যুতে বাগেরহাটসহ খুলনা অঞ্চলের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন নিষ্ঠাবান ও নির্ভীক সংবাদকর্মী। স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ ছিল সক্রিয়।
সাংবাদিক হত্যার এ ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। বিশেষ করে যেসব সাংবাদিক রাজনীতি বা প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেন, তারা প্রায়শই হুমকি বা ঝুঁকির মুখে পড়েন। স্থানীয়রা বলছেন, হায়াত উদ্দিনের সক্রিয় রাজনৈতিক ভূমিকা হয়তো এ ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।
হায়াত উদ্দিনের পরিবার দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই দাবি জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোও। তারা বলছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে এ ধরনের হামলা বাড়তেই থাকবে।

 
									 
					