বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দু’দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ মেলা শুরু হয়।
নানা আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসক আজিজুর রহমান এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাব্বেরুল ইসলাম, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দীন রাখি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলায় অংশ নেয়া শিক্ষার্থী লামিয়া জান্নাত বলেন, করোনার কারণে দীর্ঘদিন ধরে আমাদের সব ধরনের সহশিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। শনিবার আমরা এ মেলায় অংশ নিতে পেরে খুবই আনন্দিত। মেলার মাধ্যমে আমরা নতুন নতুন অনেক বিষয় জানছি। প্রতিবছরই যেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকে।