বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে শফিকুল আজম খান নামে এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ মার্চ) বিকেলে শহরের শিশু হাসপাতালের বিপরীত পাশে সেবা প্যাথলজি অ্যান্ড কনসালটেশন নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুজ জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত শফিকুল আজম খান সেবা প্যাথলজি অ্যান্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া বলেন, ‘শফিকুল আজম খান দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে তার প্যাথলজির প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।