বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে আব্দুল জব্বার শেখ (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়ছে। ঘাতকদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীব শেখ (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার রাত পোনে ১০টার দিকে উপজেলার গোড়া নালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহত রাজীবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার বড়বাক এলাকার আব্দুল হক শেখের ছেলে। আর রাজিব শেখ উপজেলার গোড়া নালুয়া এলাকার মো. তৈয়ব শেখের ছেলে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মুক্তি বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আব্দুল জব্বার শেখ ও রাজীব শেখ নামে দুই যুবককে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে আব্দুল জব্বার শেখ মারা যান এবং রাজীব শেখকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মাদরাসাছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আব্দুল জব্বার ও রাজীবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হামলাকারী গোড়া নালুয়া এলাকার ডাবলু মুন্সির ছেলে দেলোয়ার মুন্সীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, নারীঘটিত বিষয়ে এই হত্যাকা- হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা হত্যাকা-ে জড়িতদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।