কল্যাণ ডেস্ক: বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার গ্রেপ্তারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়ে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মোল্লাহাট উপজেলার সরশপুর গ্রামের মো. সবুর শেখ, মো. মিরান শেখ, কাদের সরদার, অনুপ বিশ্বাস, সেকেন্দার শেখ, আলী আকবর শেখ, হাসিব মোল্লা ও লিটন হীরা।
মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে উপজেলার কোদালিয়া এলাকায় জুয়া খেলা অবস্থায় এই ৮ পেশাদার জুয়াড়িকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দিয়ে জেল হাজতে পাঠান।
আরও পড়ুন: তেলবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধ ভ্যানচালক নিহত