নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনে বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। শুক্রবার সকালে জামদিয়া ইউনিয়নের ছয়টি ওয়ার্ড এবং ধলগা বাজারে গণসংযোগ ও পথসভার মাধ্যমে ধানের শীষের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে তিনি সকাল ১০ টা থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের, প্রচার সম্পাদক আবু হুরায়রা আশা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহরুল হক, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ,সদস্য সচিব বাবুল হাসান, যুবদল নেতা সেলিম রেজা , উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লাভলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, জামদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক ওসমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা বাহারুল ইসলাম, শফিউদ্দিন মিনা, নিজাম উদ্দিন, সোলায়মান হোসেন, আব্দুস সবুর, সিরাজুল ইসলাম, ইউনুস আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রদল নেতা নেতা মেফতাহ উদ্দিন, জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম।
গণসংযোগকালে এক পর্যায়ে দোগাছিয়া ১১ খান কালী মন্দিরে ৫ হাজার টাকার অনুদান দেন এবং মন্দিরের উন্নয়ন সংস্কার আশ্বাস দেন।
পথসভায় বক্তব্যে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রত্যেকটা ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়া যে সকল মসজিদ, মাদ্রাসা, মন্দির ও রাস্তাঘাট খারাপ সেগুলো সংস্কার করা হবে। তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে আমার নির্বাচনী এলাকায় আপনারা যারা হিন্দু ধর্মালম্বী আছেন সকলে মিলেমিশে নির্বিঘ্নে বসবাস করতে পারবেন; এ নিশ্চয়তা আমি দিচ্ছি।
বক্তব্যের একপর্যায়ে উপস্থিত হিন্দু ধর্মালম্বী নারী পুরুষ সকলে ধানের শীষ, ধানের শীষ বলে পথসভার অনুষ্ঠান মুখরিত করে তোলেন। এসময় টিএস আইয়ুবকে ফুলের মালা পরিয়ে দেয়া হয়। দিনব্যাপী এই গণসংযোগে যেখানে যাচ্ছিলেন যেখানেই জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনসভায় রূপ নিচ্ছিল। সবশেষে ধলগা বাজারে পথসভা জনসভায় পরিণত হয়। তিনি উপস্থিত সকল কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রত্যেকটা নেতাকর্মীর শহীদ জিয়ার আদর্শ ধারণ করে খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র রুখতে হবে এবং আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে।

 
									 
					