বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শোকাবহ আগস্ট মাসব্যাপী পালন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। তবে পূর্ণাঙ্গ কমিটির ৭১ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ২৮ জন।
সভায় সংগঠনের উপজেলা সভাপতি সাবেক এমপি রণজিৎ কুমার রায় উপস্থিত ছিলেন না। এমনকি এক ও দুই নম্বর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস ও কবীর খানও উপস্থিত ছিলেন না। এ কারণে সভায় সভাপতিত্ব করেন তিন নম্বর সহ-সভাপতি অধ্যক্ষ আজগর আলী। শুক্রবার (২ আগস্ট) বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, সহ-সভাপতি হরিপদ রায়, কামরুজ্জামান বাচ্চু, মারুফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম দিলু পাটোয়ারি, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান ভোলা, শচিন্দ্র নাথ বিশ্বাস, কওছার পারভেজ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান তরুণ, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, আওয়ামী লীগ নেতা মুকুল রেজা, আরিফুল ইসলাম, আব্দুল হামিদ ডাকু, জুলফিক্কার আলী জুলাই।
