নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় পূর্ব শত্রুতার জেরে খালিদ বিশ্বাস (২৩) নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্থানীয় প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বাঘারপাড়ার উত্তর চাঁদপুর গ্রামে। তিনি ওই গ্রামের লিটন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত খালিদ জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি। গত কয়েকদিন যাবৎ একই এলাকার প্রবাসী ইমরান হোসেনের বাড়িতে ঘর নির্মাণের কাজ করছিলেন। সন্ধ্যায় তার নির্মাণ কাজের সরঞ্জম আনতে ওই বিল্ডিংয়ের ছদে যান। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাবুল হোসেন, তুহিন পাটোয়ারী, সাকিব হোসেন, হাসান মাহমুদ, শাহজালাল, মাসুদ, নাসির বিশ^াস, মুকুল হোসেন, সোহাগ হোসেন, আকাশসহ ৪ থেকে ৫ জন তাকে হাতুড়ি ও ধারালো দাঁ দিয়ে কুপিয়ে যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, তার মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো ও আঘাতের চিহ্ন রয়েছে।