বাঘারপাড়া প্রতিনিধি
শুক্রবার বাঘারপাড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দলটির উপজেলা ও কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপির একদফা আন্দোলন বানচাল করতে নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তবে পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হচ্ছে।
শুক্রবার যে ৫ জন আটক হয়েছেন তারা হলেন, রায়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ মুন্সী, মাস্টার নাসির উদ্দীন, জামদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাহেব আলী, ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা পলাশ আহমেদ ও ধলগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শামছুদ্দীন শামা।
বাঘারপাড়া থানা বিএনপির আহবায়ক শামসুর রহমান জানান, পুলিশের গণগ্রেফতারের আতঙ্কে বিএনপির শত শত নেতাকর্মী বাড়িতে থাকতে পারছেনা। এমনকি হাট বাজারেও উঠতে পারছেনা। তিনি বলেন, দলের বয়োবৃদ্ধ, অসুস্থ নেতাকর্মীরাও পুলিশের গণগ্রেফতার থেকে রেহাই পাচ্ছেনা। এ পর্যন্ত উপজেলার ৯ ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৫ জন নেতাকর্মী আটক হয়েছেন বলে তিনি জানান।
তবে এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। কাউকে অহেতুক হয়রানি করা হচ্ছে না।