নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল আহমেদ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাঘারপাড়ার বন্দবিলার প্রেমচারা গ্রামে। তিনি যশোর সদরের এনায়েতপুর গ্রামের বাসিন্দা।
নির্মাণ শ্রমিক একরামুল ইসলাম জানান, তারা প্রেমচড়া জামে মসজিদের ছাদে রডের কাজ করছিলেন। এসময় ফয়সাল অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ তার স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে।