নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। তারা হলেন, উপজেলার দোহাকুলা গ্রামের মোটরসাইকেল চালক মুরাদ হোসেন (৩০) ও জামালপুরের আব্দুর রাজ্জাক (৩০)। এরমধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সদরের চাঁচড়া বাবলাতলা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি বহনকারী ট্রলির সামনের অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত হানে। এতে ট্রলির ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে নিয়ে আসে তাদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর।