বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান চৌধুরী ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা ওই এলাকার প্রয়াত নুরুজ্জামান চৌধুরী মনুর ছেলে এবং জেলা পরিষদের সাবেক সদস্য। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া আওয়ামী লীগের ৩০৮ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন। এ মামলায় সাইফুজ্জামান চৌধুরী ভোলা ৫ নম্বর আসামি ছিলেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তোলা হয়।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, বিস্ফোরক আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন সাইফুজ্জামান।
জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এরই ভিত্তিতে আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
